About Us
সেরা মোকাম দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান । আমরা ২০২৩ সালে এর জানুয়ারীতে যাত্রা শুরু করি । আমরা যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করি তা হলো মানুষের বিশ্বাস অর্জন করা । প্রতিষ্ঠা লগ্নে থেকেই আমরা মানুষের বিশ্বাস অর্জনের জন্য কাজ করছি । আমার মনে হয় সে অর্জন কিছুটা হলেও স্বার্থক হয়েছে এটা ভেবে কারন আমাদের কাস্টমার সন্তুষ্টি । আমাদের শুরু থেকে এখন পর্যন্ত অনেক কাস্টমার হয়েছে তারা বার বার আমাদের কাছে পূর্নরায় অর্ডার করে এবং ফোন করে যখন বলে আপনাদের নিয়ে কথা হয় এবং বলে আপনাদের নতুন কাস্টমার দিলাম । তখন গর্বে বুকটা ভরে যায় এবং তখন মনে হয় মানুষের খাদ্য সুস্বাস্থ্য নিয়ে কিছু করতে পারছি ।প্রতান্ত অঞ্চল থেকে নিরাপদ খাদ্য সংগ্রহ করে পুষ্টিগুন বজায় রেখে ক্রেতার হাতে পৌছে দেয়াই আমাদের মুল উদ্যেশ্য এবং লক্ষ্য। দেশে নিরাপদ খাদের ফেরিওয়ালা হিসেবে পরিচিত সেরা মোকাম । বিশুদ্ধ এবং নিরাপদ খাদ্য সরবরাহ এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ ।